Wednesday 18 January 2017

শরৎ কালের রুপ ও বিবারন(shape and details of the autumn season)


শরৎকাল  বর্ষার অবসানে তৃতীয় ঋতু শরৎ এক অপূর্ব শোভা ধারণ করে আবির্ভূত হয়। ভাদ্র আশ্বিন (আগস্ট মাসের মধ্যভাগ থেকে অক্টোবর মাসের মধ্যভাগ পর্যন্ত) মিলে শরৎকাল। নিচে শরৎকাের কিছু দৃশ্য ও বিবারন দেওয়া হলঃ
natural image

                                                           কাশফুলের সমাররাহ
কাশফুল
                                                         কাশফুলের সমারাহ
natural image
                                                গ্রামের মদীতে শাপলা তোলার দৃশ্য
natural image
প্রাকিতিক দৃশ্য

সময় নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, তবে তখনও মাটিতে থাকে বর্ষার সরসতা। ভাদ্র (সেপ্টেম্বর) মাসে তাপমাত্রা আবার বৃদ্ধি পায়, আর্দ্রতাও সর্বোচ্চে পৌঁছে। শরতে ভোরবেলায় ঘাসের ডগায় শিশির জমে। শরতের শেষে রোদের তেজ আস্তে আস্তে কমতে থাকে। শরৎকালে বনে-উপবনে শিউলি, গোলাপ, বকুল, মল্লিকা, কামিনী, মাধবী প্রভৃতি সুন্দর সুগন্ধি ফুল ফোটে। বিলে-ঝিলে ফোটে শাপলা আর নদীর ধারে কাশফুল। সময় তাল গাছে তাল পাকে। হিন্দুদের দুর্গাপূজাও সময় অনুষ্ঠিত হয়।

 

1 comment:

Comments system

Disqus Shortname