Sunday 19 February 2017

বাংলার নদী

আমাদের বাংলাদেশে অনেক নদী আছে। তারমধ্যে পদ্মা, মেঘনা ও যমুনা বড় নদী।আমদের গ্রামেও ছোট ছোট অনেক নদী আছে। তার মধ্যে কুমার নদী অন্যতম।
নিন্মে কুমার নদীর দৃশ্য দেওয়া হলঃ
কুমার নদী
কুমার নদী

কুমার নদীর বুকে নৌকা
নৌকা

কুমার নদী
কুমার নদী





এই নদীর নাম কুমারী গ্রামের জন্যই হয়েছে কূমার নদী। এই নদীতে শীতকালে পানি শুকিয়ে যায়।
এই নদীর কারনে গ্রামের সুন্দরয্য ফুটে উঠেছে।কুমারী গ্রামের বুকের উপর দিয়ে বয়ে গেছে এই কুমার নদী।কুমার নদীর কারনে গ্রামের মানুষের অনেক উপকার হয় ।মানুষ সেচের জন্য,গোসলের জন্য এবং পাঠ পচানোর কাজে কুমার নদীকে ব্যব হার করে।এক কথায় এই কুমার ন দী কুমারী গ্রামের মানুষের কাছে বন্ধু সমতুল্য।

No comments:

Post a Comment

Comments system

Disqus Shortname