এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে বাংলাদেশে সূর্যের রশ্মি তির্যকভাবে পতিত হয় এবং তাপমাত্রার পরিমাণ থাকে কম। জানুয়ারি মাসে গড় তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ১১°সে থেকে শুরু করে উপকুলীয় অঞ্চলে ২০°-২১°সে পর্যন্ত বজায় থাকে। দেশের দক্ষিণাংশের তুলনায় উত্তরাংশে শীতের তীব্রতা বেশি থাকে। প্রবল শৈত্যপ্রবাহে দেশের উত্তরাঞ্চলে অনেক সময় প্রাণহানিও ঘটে থাকে। শীতকালে ভারতের উত্তর-পশ্চিমাংশে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এ উচ্চচাপ কেন্দ্র থেকে পূর্বমুখী শীতল বায়ুর একটি প্রবাহ গতিশীল হয় এবং বাংলাদেশের উত্তর-পশ্চিম কোণ দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে।
শীতকাল প্রধানত শুষ্ক। বার্ষিক মোট বৃষ্টিপাতের মাত্র ৪ শতাংশ এ ঋতুতে সংঘটিত হয়ে থাকে। গড় বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম ও দক্ষিণে ২ সেমি-এর কম থেকে উত্তর-পূর্বে ৪ সেমি-এর সামান্য কিছু বেশি হয়ে থাকে। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ুর প্রভাবে শীতকালে কিছুটা বৃষ্টিপাত হয়। এ বায়ু ভারতের উত্তর-পশ্চিমাংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মোটামুটিভাবে গঙ্গা অববাহিকা অনুসরণ করে প্রবাহিত হয়। শীতের রাত্রি হয় দীর্ঘ।
শীতকাল বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আরামদায়ক ঋতু। এ ঋতুতে গাছের পাতা ঝরতে থাকে। আমলকী, জলপাই, মাদার প্রভৃতি কোনো কোনো বৃক্ষ পত্রশূন্য হয়ে যায়। এ সময় শিশির পড়ে। সকালে ঘন কুয়াশায় পথঘাট ঢেকে যায়। এ সময় তরিতরকারির প্রাচুর্য দেখা যায়। কপি, মুলা, বেগুন, পালংশাক, মটরশুটি ইত্যাদিতে হাট-বাজার পূর্ণ থাকে। কৈ, মাগুর, শিংসহ অন্যান্য মাছ এ সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। শীতে গাঁদা ফুল ফোটে। কমলালেবু এ ঋতুরই ফল। বরই শীতের আরেকটি উল্লেখযোগ্য ফল। শীতকালে খেজুর রস পাওয়া যায়। এ রস থেকে তৈরি হয় বিখ্যাত খেজুরের গুড়। ঘরে ঘরে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি ইত্যাদি পিঠা তৈরি করা হয়।
|
Best casinos where you can play at a casino with real money and
ReplyDeleteCasinos like Ignition, 파주 출장안마 Casino 제천 출장마사지 de 여수 출장마사지 Monte Carlo and Casumo are examples of casinos that 김천 출장샵 let you choose the game you like 1xbet best. These casinos let you
Mega Cricket World Bangladesh is the ultimate destination for cricket enthusiasts in Bangladesh. Whether you are a fan of local leagues or international matches, Mega Cricket World Bangladesh brings all the excitement under one platform. From thrilling live scores to expert match analysis, every cricket lover can immerse themselves in the game like never before.
ReplyDelete